ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পর্যটকশূন্য রাঙ্গামাটি

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৯ আগস্ট ২০২১

প্রায় সাড়ে চার মাস পর পর্যটনস্পট খুলে দেয়া হলেও রাঙ্গামাটিতে দেখা মেলেনি পর্যটকের। পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতু, পুলিশের পলওয়েল পার্ক, সেনাবাহিনীর আরণ্যকসহ বিভিন্ন স্পট ছিল পর্যটকশূন্য। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শহরের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখা যায়, মানুষের কোনো ভিড় নেই। অল্প কয়েকজন মোটরসাইকেল নিয়ে জেলার বাইরে থেকে ঘুরতে এসেছেন। আবার বন্ধু-বান্ধব নিয়ে বেড়াতে এসেছেন অনেকে।

চট্টগ্রাম থেকে আসা তানভীর বলেন, ‘অনেক দিন ধরে বাইরে কোথাও ঘুরতে যেতে পারিনি। গত ১১ আগস্ট সবকিছু স্বাভাবিক হলেও পর্যটন স্পটগুলো বন্ধ থাকায় ভ্রমণের সুযোগ ছিল না। এখন সব খুলে দেয়ায় প্রথমদিনই ঘুরতে বের হলাম। ভালো লাগছে প্রকৃতির সান্নিধ্যে আসতে পেরে।’

jagonews24

হিল পার্কের স্বত্বাধিকারী স্বপন শীল জানান, দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যবসায়িকভাবে অনেক লোকসানের মধ্যে পড়েছেন। সামনের দিনগুলোতে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করছেন তিনি। যদিও প্রথমদিন রুম ভাড়া নেননি তেমন কোনো পর্যটক।

পর্যটন ঘাটের ইজারাদার মো. রমজান আলী জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাট থেকে মাত্র তিন-চারটা বোট সুবলঙের উদ্দেশ্যে ছেড়েছে।

jagonews24

পর্যটন করপোরেশনের রাঙ্গামাটি জেলার ব্যবস্থাপক সৃজন কান্তি বড়ুয়া বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিন আমাদের বুকিংয়ের হার মাত্র ১ শতাংশ। প্রতি মাসে এই কমপ্লেক্স চালাতে ১০ লাখ টাকার মতো খরচ হয়। কিন্তু এখনো যেহেতু করোনা পরিস্থিতি স্বাভাবিক নয়, তাই পর্যটকরা এখনই খুব বেশি ভ্রমণে আসছে না। তারপরও বিভিন্ন এনজিও থেকে যেসব প্রশিক্ষণ, সেমিনার হয় সেগুলো কয়েকটা হলে মাসিক খরচ ওঠানোর চেষ্টা করা যেতো।’

রাঙ্গামটি ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে তারা প্রস্তুত। পর্যটকদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তার কাজ করে যাবেন।

শংকর হোড়/এফআরএম/এএসএম