যশোরে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
ফাইল ছবি
যশোরের শার্শায় কৃষক হাতেম আলী হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে যশোর শহরের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে বাবলু সরদার (৩২) ও জাহাঙ্গীর সরদার (৩৫)।
এর আগে, ১৫ আগস্ট হাতেম আলীকে পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে আসামি করে শার্শা থানায় মামলা করেন নিহতের স্ত্রী আসমা খাতুন।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোলায়মান আক্কাস জানান, ১৩ আগস্ট জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হাতেমকে মারধর করে প্রতিবেশী বাবুল ও জাহাঙ্গীর। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট দুপুরের দিকে তার মৃত্যু হয়। মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়।
এসআই আরও জানা, হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে তাদের তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মো. জামাল হোসেন/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার