নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় সশস্ত্র হামলা, দোকান লুটের অভিযোগ
ছবি সিসিটিভি ফুটেজ থেকে নেয়া
নোয়াখালীর কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় অস্ত্রসহ একদল যুবক দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টায় উপজেলার পেশকারহাট বাজারের জহিরুল হক সুবেলের (২৮) তানফি ক্রোকারিজ দোকানে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই সুবেলের বড়ভাই জিয়াউল হক নয়ন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
জিয়াউল হক নয়ন জাগো নিউজকে জানান, গত মঙ্গলবার (১৭ আগস্ট) ফুটবল খেলাকে কেন্দ্র করে আমার ছোটভাই সুবেলের সঙ্গে স্থানীয় আবুল কাশেমের ছেলে হাসিবের (২৭) বাকবিতণ্ডা হয়। এনিয়ে বৃহস্পতিবার রাতে হাসিবের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দোকানে ভাঙচুর ও নগদ আনুমানিক ৫০ হাজার টাকাসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়।
নয়ন আরও বলেন, পরে ৯৯৯-এ কল দেয়ার পৌনে একঘণ্টা পর কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পুস্পবরণের নেতৃত্বে পুলিশ আসলেও কাউকে আটক না করায় আমরা নিরাপত্তাহীনতায় আছি।
পেশকারহাট বাজার কমিটির সভাপতি আ ক ম সাহাব উদ্দিন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের বাকবিতণ্ডার পর হাসিবের নেতৃত্বে অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। যা সিসিটিভির ফুটেজেও দেখা যাচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর