ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার তিন আসামি চট্টগ্রামে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫৫ এএম, ২১ আগস্ট ২০২১

সিরাজগঞ্জের সলংগা থানা এলাকার ব্যবসায়ী মেজবাহ উদ্দিন (৪৫) হত্যা মামলার তিন আসামিকে চট্টগ্রাম নগর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

শুক্রবার (২০ আগস্ট) নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. লুৎফর রহমান ওরফে আব্দুল হক (৫৮), মো. আলাউদ্দিন শেখ (৩৪) ও মো. ওবায়দুল্লাহ শেখ (২২)। তাদের তিনজনেরই গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সলংগা থানায়। তাদের মধ্যে মো. আলাউদ্দিন শেখ ও মো. ওবায়দুল্লাহ শেখ আপন ভাই বলে জানা গেছে।

র্যাব জানায়, জমি নিয়ে বিরোধের জেরে গত ১৭ আগস্ট সকালে সলংগা থানার বিষ্ণপুর এলাকার ফুলজোড় নদীর তীরে ব্যবসায়ী মেজবাহ উদ্দিনকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে একইদিন বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই মো. মাছুদুর রহমান বাদী হয়ে সলংগা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি লুৎফর রহমানসহ তিন আসামিকে গ্রেফতার করে র্যাব।

ঘটনার সত্যতা নিশ্চিত চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জাগো নিউজকে বলেন, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

মিজানুর রহমান/এএএইচ/এমএস