ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোটরসাইকেলে ছাগল নিয়ে পালানোর সময় ধরা খেল দুই ভাই

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২১ আগস্ট ২০২১

লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেলে করে ছাগল চুরির সময় দুই ভাইকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (২০ আগস্ট) উপজেলার স্বর্ণমতি ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন- কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোশারফ হোসেন পবন (৪০) ও মীর ইকবাল হোসেন স্বপন (৩০)।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে কালীগঞ্জ ফিরছিলেন মোশারফ হোসেন পবন ও তার ভাই মীর ইকবাল হোসেন স্বপন। পথে স্বর্ণমতি ব্রিজের পুর্ব পাড়ে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগল তুলে নিয়ে মোটরেসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ছাগল মালিক জামিনুর রহমানের চিৎকার করলে স্থানীয়রা তাদের আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, রাতে ছাগল মালিক জামিনুর রহমান বাদী হয়ে আদিতমারী থানায় মামলা করেন। সে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

রবিউল ইসলাম/আরএইচ/এমকেএইচ