বেনাপোলে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
যশোরের বেনাপোল বন্দর থানার ধান্যখোলা গ্রামের বিলপাড়া থেকে ১৫ কেজি গাঁজাসহ লিয়াকত হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিয়াকত ধান্যখোলা গ্রামের কালু মিয়ার ছেলে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি- একজন মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার চালান এনে ধান্যখোলা গ্রামের বিলপাড়া এলাকায় মজুত করেছে। এরপর এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লিয়াকতকে হাতেনাতে গ্রেফতার করেন।
গ্রেফতার লিয়াকতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
মো. জামাল হোসেন/এআরএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার