খুলনা বিভাগে করোনায় আরও ১৬ জনের মৃত্যু
ফাইল ছবি
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩২ জন।
রোববার (২২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ চারজন করে মারা গেছেন খুলনা ও যশোর জেলায়। এছাড়া নড়াইল, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় দুইজন করে মারা গেছেন।
বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯১৯ জন। আক্রান্ত হয়েছেন এক লাখ ছয় হাজার ৫৬৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ১৭০ জন।
আলমগীর হান্নান/ এফআরএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাতের আঁধারে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
- ২ টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৩৫ শিশু-কিশোর
- ৩ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’
- ৪ ফরিদপুরে ক্যানসারের অস্ত্রোপচার করলেন ওটি বয়, হাসপাতাল সিলগালা
- ৫ ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল