ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্যামনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০২:৫৩ এএম, ২৩ আগস্ট ২০২১

সাতক্ষীরার শ্যামনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হরিপদ মন্ডল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার বংশীপুর-মুন্সীগঞ্জ সড়কের শেখ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হরিপদ মন্ডল শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের দুর্গাবাটি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের কাশেম গাইনের ছেলে বাবু (২৫) ও খুলনার কয়রা উপজেলার প্রশান্ত মন্ডল (৩৮)। আহত অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, পেশায় মোটরসাইকেল চালক হরিপদ মন্ডল দুজন যাত্রী নিয়ে শ্যামনগর থেকে মুন্সীগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে বংশীপুর-মুন্সীগঞ্জ সড়কের শেখ বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে চালক হরিপদসহ চারজন গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে নেয়ার পথে চালক হরিপদ মন্ডলের মৃত্যু হয়। আহত অন্যদের প্রথমে মুন্সীগঞ্জ আর জি নার্সিং হোম নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহসানুর রহমান রাজীব/এএএইচ