সিলেটে করোনায় সাবেক বিএনপি নেতার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার পত্রিকার সম্পাদক-প্রকাশক অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ।
সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ওই পত্রিকার উপ-সম্পাদক ফয়সল আলম।
রশিদ আহমদের বাড়ি সিলেটর গোলাপগঞ্জে। তিনি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী। তার ছোট ভাই ওহিদ আহমদ যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ছিলেন। গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দুবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার জানাজা আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে।
সিলেট উইমেন্স হাসপাতালের পরিচালক এমদাদ হোসেন চৌধুরী জানান, মাওলানা রশিদ আহমদ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এক সপ্তাহ ধরে তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।
ছামির মাহমুদ/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৪৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বাকি, হাসপাতালের সংযোগ বিচ্ছিন্নের নোটিশ
- ২ বিএনপির সভায় গিয়ে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলেন শিক্ষক
- ৩ রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ৪ ইসলামি দল ক্ষমতায় এলে নারীরা অধিকার হারাবে- এমন প্রচার ভিত্তিহীন
- ৫ সবজির দাম কমতে শুরু করেছে খুলনার বাজারে