স্পিডবোটের ঢেউয়ে নৌকা ডুবে প্রাণ গেল দম্পতির, শিশুসন্তান নিখোঁজ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে ঢেউয়ে নৌকা উল্টে পানিতে ডুবে রিয়াদ (৩০) ও লিজা আক্তার (২৫) নামের দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ঘটনায় মারিয়া (৭) নামে তাদের শিশুসন্তান নিখোঁজ রয়েছে।
সোমবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ভৈরবনগর-উরখুলিয়ার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রিয়াদ উপজেলার কাইতলার দুলাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রিয়াদ পরিবারসহ সিলেট থাকতেন। সোমবার তারা নবীনগরে অন্যদের সঙ্গে তিতাস নদীতে নৌকা ভ্রমণে বের হন। ভৈরবনগর-উরুখুলিয়ার মাঝামাঝি এলে পাশ দিয়ে যাওয়া স্পিডবোটের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এতে পানিতে ডুবে রিয়াদ ও লিজা মারা যান। বাকি আরও তিনজন সাঁতরে তীরে উঠে আসেন। তবে তাদের শিশু সন্তান মারিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দুটি হাসপাতালে রাখা আছে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পাঁচ বছর ভিক্ষা করে জমানো ৮০ হাজার টাকা চুরি, পাগলপ্রায় বৃদ্ধা
- ২ সাগরে বিলীন ব্যারাক-রেস্ট হাউজ, হুমকির মুখে পর্যটনকেন্দ্র কটকা
- ৩ পাবনায় পোস্টাল ব্যালটে ভোট দেবেন কারাবন্দিসহ ১৮ হাজার ৪৯৮ ভোটার
- ৪ নেত্রকোনায় ভাগ্য বদলে ৬ রাস্তা নির্মাণ শুরু করলেন গ্রামবাসী
- ৫ ময়মনসিংহে সবজির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা