নরসিংদীতে ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ১৫
ফাইল ছবি
নরসিংদীতে কিশোরগঞ্জগামী এগারোসিন্দু ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলার রায়পুরার খানাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। আহতরা স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
রেল সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর ট্রেনটি খানাবাড়ি রেল স্টেশন ক্রসিং করে ভৈরবের উদ্দেশ্যে যাওয়ার কথা। কিন্তু স্টেশন ক্রস করার আগে ট্রেনটি আউটারে আসলে হঠাৎ করেই ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়ে লুপ লাইনে চলে যায়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উদ্ধার কাজ শুরু হয়নি। আসেনি উদ্ধার কাজে ব্যবহৃত কোনো রিলিফ ট্রেন।
সঞ্জিত সাহা/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি