ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অসুস্থ গরুর বাছুর মারা যাওয়ায় পশুচিকিৎসককে পিটিয়ে আহত

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৪ আগস্ট ২০২১

ফরিদপুরের মধুখালীতে চিকিৎসা দেওয়ার পরও গরুর বাছুর মারা যাওয়ায় একজন পশুচিকিৎসককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ আগস্ট) মধুখালী থানায় একটি অভিযোগ দিয়েছেন ওই চিকিৎসক।

এর আগে সোমবার (২৩ আগস্ট) বিকেলে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ভাটিকান্দি মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পশুচিকিৎসকের নাম শাহাদৎ হোসেন (৪০)। তিনি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পার্শ্ববর্তী ভাটিকান্দি মথুরাপুর গ্রামের হারুনর রশিদ মোল্যার ছেলে মো. হাসান মোল্যার (২৫) বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টায় ভাটিকান্দি মথুরাপুর গ্রামের হাসান মোল্যা তার একটি অসুস্থ গরুর বাছুর চিকিৎসার জন্য ওই পশুচিকিৎসককে নিজ বাড়িতে ডেকে নেন। চিকিৎসক চিকিৎসা দিয়ে চলে আসার পর বাছুরটি মারা যায়। বিকেল ৪টার দিকে বাছুরের অসুস্থতার কথা বলে চিকিৎসককে আবার বাড়ি ডেকে নেন হাসান। পরে তিনি বাড়িতে গেলে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় হাসান ও তার লোকজন শাহাদৎ হোসেনকে পিটিয়ে আহত করেন।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এন কে বি নয়ন/এসআর/এমকেএইচ