ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাইকেল চালালেন ডিসি

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৪ আগস্ট ২০২১

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১৪টি ইউনিয়নের ১১৪ জন গ্রামপুলিশ সদস্যকে (দফাদার ও মহল্লাদার) সাইকেল দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাদের হাতে সাইকেল তুলে দেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান। এ সময় গ্রামপুলিশ সদস্যদের উদ্বুদ্ধ করতে সাইকেল চালান তিনি।

জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এসব সাইকেল বিতরণ করা হলো। সাইকেল ছাড়াও পোশাকসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

jagonews24

নড়িয়া উপজেলা ছাড়াও জেলার পাঁচটি উপজেলার গ্রামপুলিশ সদস্যদের মাঝে সাইকেল ও পোশাক বিতরণ করা হয়। সারাদেশের মতো শরীয়তপুর জেলায় এ বছরই প্রথমবারের মতো গ্রামপুলিশদের সাইকেল দেওয়া হলো।

গ্রামপুলিশ সদস্যরা তৃণমূল মানুষের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন। সাইকেল পেয়ে তাদের কাজের গতি আরও বাড়বে বলে আশা করেন ডিসি পারভেজ হাসান।

উপস্থিত গ্রামপুলিশ সদস্যরা জানান, অনেক সময় প্রত্যন্ত এলাকায় তাদের হেঁটে দায়িত্ব পালন করতে হয়। এতে যেমন বিড়ম্বনায় পড়তে হয়, তেমনি সময়ও বেশি লাগে। সাইকেল পাওয়ায় তাদের দায়িত্বপালন সহজ হলো।

jagonews24

এ সময় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদউজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জাকির ব্যাপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর উপস্থিত ছিলেন।

মো. ছগির হোসেন/এসআর/এমকেএইচ