ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১১ মামলার আসামির মুক্তির দাবিতে মানববন্ধন!

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৪ আগস্ট ২০২১

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিপুল পরিমাণে ইয়াবাসহ গ্রেফতার মাদক ও হত্যা মামলার আসামি দুই ভাইয়ের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। এদের মধ্যে একজনের নামে হত্যা ও মাদকসহ ১১টি মামলা রয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার পৌর বাসস্ট্যান্ডের কলেমা চত্বরে উপজেলা জাতীয় পার্টি (জেপি), জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্রসমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গ্রেফতাররা হলেন-ভান্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য ভান্ডারিয়া এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে মাসুদ সরদার এবং মামুনুর রশিদ সরদার।

jagonews24

উপজেলা যুব সংহতির আহ্বায়ক মো. রেজাউল হক রেজভি জোমাদ্দারের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুব সংহতি নেতাকর্মীরা। এসময় বক্তারা দাবি করেন, যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার ও যুব সংহতি নেতা মাসুদ সরদারকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে।

গত ৪ আগস্ট ৩০৫ পিস ইয়াবাসহ মাসুদ সরদারকে গ্রেফতার করে ভান্ডারিয়া থানা পুলিশ। সোমবার (২৩ আগস্ট) ঢাকা থেকে মামুন সরদারকে গ্রেফতার করে বরিশালের উজিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব।

ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান জানান, মাসুদ সরদারকে ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলাসহ মাদক ও বিভিন্ন অপরাধে আরও ১১টি মামলা রয়েছে।

এসআর/জিকেএস