ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে হত্যা মামলার ৫ আসামি অস্ত্রসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৫ আগস্ট ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুরের মো. রাশেদ হত্যাকাণ্ডের সূত্র ধরে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- বেগমগঞ্জের বাহাদুরপুরের মো. রাশেদ (২৫), আবদুস সালাম (২৪), সুলতানপুরের শাকিল (২৪), আলাইয়ারপুরের শাকিল (২২) ও সুজন (২১)।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দু’টি দেশীয় এলজি, দু’টি দেশীয় পাইপগান, চার রাউন্ড কার্তুজ, একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

police1

বুধবার (২৫ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম।

তিনি বলেন, গত ৮ আগস্ট আলাইয়ারপুরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি রাশেদ, শাকিল ও সালামকে চট্টগ্রামের সাতকানিয়া থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে সহযোগী আলাইয়ারপুরের শাকিল ও সুজনের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এ অস্ত্র দিয়েই গত ৭ আগস্ট রাতে আালাইয়ারপুরের তাজুল ইসলামের ছেলে মো. রাশেদকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আসামিরা। অস্ত্র উদ্ধারের ঘটনায় বুধবার বেগমগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা (নম্বর ৫৪) রুজু করা হয়েছে।

police1

প্রসঙ্গত, গত ৮ আগস্ট (রোববার) সকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাটুয়ার বাড়ি ও মেস্তরী বাড়ির মাঝামাঝি একটি নির্জন বাগান থেকে নির্মাণ শ্রমিক মো. রাশেদের (১৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ওয়ার্ডের তাজুল ইসলামের ছেলে।

ইকবাল হোসেন মজনু/এসএইচএস/এমএস