ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আমের ট্রাকে ফেনসিডিল, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৬ আগস্ট ২০২১

নওগাঁর পত্নীতলায় আম বোঝাই ট্রাক থেকে ২০০ পিস ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মামুদপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়।

আটকরা হলেন, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বানেশ্বরি পশ্চিম পাড়া গ্রামের রেজাউল শেখ এর ছেলে সোহাগ শেখ (২২) এবং গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার কসাইগাতি গ্রামের কারিনুর ইসলামের ছেলে জাহিদ হাসান (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে সাপাহার উপজেলা থেকে আম বোঝাই করে একটি ট্রাক ছেড়ে যায়। গোপন সংবাদে পত্নীতলা থানা পুলিশ জানতে পারে আম বোঝাই ট্রাকে কৌশলে ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছে। ট্রাকটি মামুদপুর বাজারে পৌঁছালে পত্নীতলা থানা পুলিশ তল্লাশি করে। এ সময় ট্রাকে থাকা আমের বস্তার নিচে একটি আলাদা বস্তায় রাখা ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একইসঙ্গে ট্রাক চালক সোহাগ শেখ ও জাহিদ হাসানকে আটক করা হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আম বোঝাই ট্রাক থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ ওই দুজনকে আটক করা হয়। তারা আম ব্যবসার আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।

এসজে/এএসএম