ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১০:০০ এএম, ২৬ আগস্ট ২০২১

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মংওয়াইচিং মারমা রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাপাহাড় এলাকার বাসিন্দা। কাভার্ডভ্যান চালক ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালে ঢাকাগামী কাভার্ডভ্যানের সঙ্গে নাটোরগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কাভার্ডভ্যানের চালক মংওয়াইচিং মারমা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় চালকের সহকারীসহ পাঁচজন আহত হন। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাস-কাভার্ডভ্যান থানা হেফাজতে রাখা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এএসএম