ভিক্ষা করতে বেরিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল নারীর
বাড়তি আয়ের আশায় কক্সবাজারের ঈদগাঁও এলাকা থেকে সদরে এসেছিলেন নারী ভিক্ষুকটি। কিন্তু গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মিনিট্রাকের চাপায় নিহত হন তিনি।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জানারঘোনা এলাকায় কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) গেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর পরিচয় কেউ নিশ্চিত করতে পারেননি। তবে সমাজকর্মী তারেক আরমান জানান, প্রতি শুক্রবার সদর এলাকায় ভিক্ষা করতে আসতেন ওই নারী।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সেলিম উদ্দিন জানান, দ্রুতগামী মিনিট্রাকের চাপায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাকে শনাক্ত করা কষ্টকর। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।
সায়ীদ আলমগীর/ এফআরএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের