পরকীয়ার অভিযোগে নারীর মাথা ন্যাড়া: ৪ জন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরকীয়ার অভিযোগে মাথা ন্যাড়া করে এক নারীকে নির্যাতনের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে (২৭ আগস্ট) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে দুপুরের দিকে নির্যাতনের শিকার ওই নারী বাদী ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতাররা হলেন-সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে মেরাজুল (৩৫), তার স্ত্রী তানজিনা আক্তার (২০), তানজিনার বোন রাশিদা বেগম (৩৫) ও তানজিনার ভাইয়ের স্ত্রী ফেরদৌসা আক্তার (২০)।
ভুক্তভোগী ওই নারীর (৪৫) বাড়ি বরিশালে। তবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সুহিলপুরে একজনের সঙ্গে বিয়ের পর সেখানে বসবাস করছেন তিনি। অবশ্য তার স্বামী মারা গেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্বামী মারা যাওয়ার পর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মেরাজুলের (৩৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই নারী। বিষয়টি মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার জানতে পারেন এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। গত ২২ জুলাই ওই নারীকে মোবাইল ফোনে তার বাবার বাড়ি আসতে বলেন তানজিনা আক্তার। পরে সেখানে গেলে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরও কয়েকজন মিলে ওই নারীকে মারধর করেন এবং ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে দেন। এ সময় ঘটনাটি তারা ভিডিও করে রাখেন। বৃহস্পতিবার ফেসবুকে সেই ভিডিও ছেড়ে দেয়া হয়।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে অভিযান শুরু করে পুলিশ। পরে চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পাঁচ বছর ভিক্ষা করে জমানো ৮০ হাজার টাকা চুরি, পাগলপ্রায় বৃদ্ধা
- ২ সাগরে বিলীন ব্যারাক-রেস্ট হাউজ, হুমকির মুখে পর্যটনকেন্দ্র কটকা
- ৩ পাবনায় পোস্টাল ব্যালটে ভোট দেবেন কারাবন্দিসহ ১৮ হাজার ৪৯৮ ভোটার
- ৪ নেত্রকোনায় ভাগ্য বদলে ৬ রাস্তা নির্মাণ শুরু করলেন গ্রামবাসী
- ৫ ময়মনসিংহে সবজির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা