ভৈরব নদে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
ফাইল ছবি
যশোরে ভৈরব নদে গোসলে নেমে সায়েম হুসাইন (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে ভৈরব নদের শহরতলীর মোমিননগর নওদা গ্রামের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সায়েম হুসাইন (১৭) নওদা গ্রামের মজির উদ্দিনের ছেলে ও যশোর ক্যান্টনমেন্ট স্কুলের এসএসসি পরীক্ষার্থী।
মৃতের বাবা মজির উদ্দিন জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে নদে গোসল করতে যায়। পরে দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যরা সায়েমের খোঁজে বন্ধুদের বাড়িতে গেলে জানতে পারেন সে নদে নেমে তলিয়ে গেছে। পরে স্থানীয়রা সায়েমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহীনুর রহমান সোহান জানান, হাসপাতালে নেওয়ার কমপক্ষে দুই ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমিম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিলন রহমান/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের