ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে বিপৎসীমার ২২ সেমি ওপরে পদ্মার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৮ আগস্ট ২০২১

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শরীয়তপুরের পদ্মা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানি ঢুকতে শুরু করেছে জেলার নিম্নাঞ্চলে। বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।

Soriotpur-(2).jpg

শনিবার (২৮ আগস্ট) জেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) শিল্পী মোবাইল ফোনে জাগো নিউজকে জানান, সকাল ১০টার দিকে পদ্মানদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। তবে দুপুর ১২টা থেকে পানি ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, পদ্মায় পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী জাজিরা উপজেলার পূর্বনাওডোবা, পালেরচর, বিলাশপুর, জাজিরা ইউনিয়ন ও নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকতে শুরু করেছে।

Soriotpur-(2).jpg

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জাগো নিউজকে বলেন, পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। তবে আগামী এক সপ্তাহের ভেতরে পানি কমার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।

মো. ছগির হোসেন/এফআরএম/এমএস