ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আম গাছে মিললো ঘটকের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১

কুষ্টিয়ার দৌলতপুরে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রাখা মফিদুল ইসলাম (৫২) নামের এক ঘটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার দাড়েরপাড়া গ্রামের বাড়ির পাশের আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সামু মণ্ডলের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, বাড়ির পাশের আম গাছে মফিদুল ইসলামের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, নিহতের ছেলে সাগরের দুই বিয়েকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে তার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিলো। এ দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আল-মামুন সাগর/আরএইচ/এমএস