ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১

নাটোরের সিংড়ায় গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পৌরসভার উত্তর দমদমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বায়েজিদ হোসেন (২৫)। তিনি উপজেলার জয়নগর গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বায়েজিদ হোসেন মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করে। দুপুরে সিংড়া থেকে একজন যাত্রী নিয়ে তাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। দেড়টার দিকে উত্তর দমদমা পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা যাত্রী অক্ষত রয়েছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস