চট্টগ্রামে বিজয় মেলায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
চট্টগ্রামে বিজয় মেলায় সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। বুধবার দুুপুর দেড়টার দিকে জেলার বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডীতে বিজয় মেলায় বেলুনে গ্যাস ভরার সময় এ ঘটনা ঘটে। এ সময় গ্যাস বেলুন বিক্রি করার ফেরিওয়ালা মারা যান। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানায়, মেলায় বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটে। এ সময় বেলুনে গ্যাস ভরার কাজে নিয়োজিত ওই ফেরিওয়ালা ঘটনাস্থলেই মারা যান এবং স্থানীয় আরো দুইজন আহত হন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের পায়ে মারাত্মক জখম হয়েছে বলে জানা যায়।
জীবন মুছা/আরএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান