২২ কেজির বোয়াল ৫৬ হাজারে বিক্রি
মানিকগঞ্জের হরিরামপুর এলাকার পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়লো ২২ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৫৬ হাজার টাকায় বিক্রি করেন মাছটি।
এর আগে, স্থানীয় কায়ুম হালদারের কাছ থেকে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন সম্রাট।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা ও যমুনা নদীর মোহনার কায়ুম হলদারের নেতৃত্বে জাল ফেলে ৯ জেলে। ১০টার দিকে তাদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির ওই বোয়াল। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে নেওয়া হয়। মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান একটু লাভের আশায় ২২ কেজি ওজনের মাছটি কিনে নেন। এ সময় মাছটি দেখতে ভিড় করেন স্থানীয়রা।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, ২২ কেজি ওজনের বড় একটি বোয়াল কিনে কেজিতে ১৫০ টাকা লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫৬ হাজার টাকায় বিক্রি করেছেন। এত বড় মাছ পেয়ে জেলেরা খুব খুশি হয়েছে। এছাড়া পদ্মা ও যমুনায় এখন মাঝে মধ্যেই বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন।
রুবেলুর রহমান/এসজে/জিকেএস