ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি কারাগারে

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ইউছুফ গোবি (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইউছুফ কাদিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় বিশেষ কায়দায় রাখা একশ পিস ইয়াবাসহ ইউছুফকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার ইউছুফের বিরুদ্ধে বেগমগঞ্জ থানার একটি মামলা আদালতে বিচারধীন রয়েছে। নতুন করে মাদক আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/ইউএইচ/এমআরএম/এমকেএইচ