নগদ টাকা-গহনা নিয়ে পালিয়েছেন প্রবাসীর স্ত্রী
ফাইল ছবি
যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে নগদ টাকা, স্বর্ণের গহনাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালানোর অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর বড়ভাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে প্রবাসীর ভাই মনিরুল ইসলাম জিডিটি করেন। জিডি নম্বর ১২৬০/২১।
অভিযুক্ত নারীর নাম মাফিয়া খাতুন। তিনি যশোর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সদর আলী গাজীর মেয়ে ও প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী।
জিডিতে মনিরুল ইসলাম উল্লেখ করেন, তারা যৌথ পরিবারের সদস্য। তার ভাই সাইফুল ইসলাম প্রায় তিন বছর ধরে বিদেশে আছেন। গত ২৭ আগস্ট ভোরে কাউকে কিছু না জানিয়ে তার ঘরে রাখা নগদ এক লাখ ৭৫ হাজার টাকা, তিন ভরি ওজনের স্বর্ণের গহনা এবং ২২ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। পরে জানতে পারেন মাফিয়া যশোরে বাবার বাড়িতে অবস্থান করছেন। টাকা ও গয়না ফেরত চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন।
জিডির তদন্তের দায়িত্বে থাকা শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম বলেন, দুই পক্ষকে ডাকা হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত শুনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামাল হোসেন/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের