না.গঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
নারায়ণগঞ্জে এলপি গ্যাসের (লিক্যুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তারা হলে, আলামিন (২৮) ও তার স্ত্রী লিপি বেগম (২০)। বুধবার সন্ধ্যায় শহরের খানপুর পোলস্টার ক্লাব সংলগ্ন দোলনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত আলামিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর লিপিকে নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জাগো নিউজে জানান, শহরের খানপুর পোলস্টার ক্লাব সংলগ্ন দোলনের বাড়ির ভাড়াটিয়া আলামিনের ঘরে সন্ধ্যায় এলপি গ্যাস দিয়ে বেলুন ভরার কাজ চলছিল। এ সময় গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হলে আলামিন ও লিপি দগ্ধ হয়। বিকট শব্দে আশেপাশের ভবনগুলোর জানালার গ্লাস ভেঙে যায়। এতে বেশ কয়েকটি বাড়ির কক্ষে ফাটলও দেখা দিয়েছে।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর মহল জাগো নিউজকে জানান, দগ্ধ আলামিনকে ঢাকা মেডিকেলে এবং লিপিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহাদৎ হোসেন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান