নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের ৮ দালাল আটক
নোয়াখালীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে পাসপোর্ট দালালচক্রের আট সদস্যকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
আটকরা হচ্ছেন-বেগমগঞ্জের একলাশপুর গ্রামের আবুল হাশেম (৪২), মো. ইমাম উদ্দিন (৩২), নুর মোহাম্মদ বাবু (৩০), মো. দ্বীন ইসলাম (২৫), পূর্ব একলাশপুরের সোহেল রানা (২৬), অনন্তপুরের আবুল হাসেম (২৩), মো. জাহাঙ্গীর (৩০), ও বিনোদপুরের আসাদুজ্জামান (৩৪)।

রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় র্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।
তিনি জানান, আটক দালালরা নিজেদের দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে তিন থেকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আটকদের কাছ থেকে পাসপোর্ট তৈরি করে দেওয়ার নামে নেওয়া কাগজপত্রও উদ্ধার করা হয়।
ইকবাল হোসেন মজনু/ এফআরএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র মাহফুজুল হক
- ২ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ৩ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৪ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৫ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ