ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সবুজ গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২১

হত্যা, বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাবেক সভাপতি নুর কায়েম সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার সয়াধানগড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নুর কায়েম সবুজের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ পাঁচ মামলার ওয়ারেন্ট ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে শহরের সয়াধানগড়া মহল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হবে।

বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু বলেন, নুর কায়েম সবুজকে যেসব মামলায় গ্রেফতার করা হয়েছে সেগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক। সবুজের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এমএস