ভিমরুলের কামড়ে প্রাণ গেলো শিশুর
ফাইল ছবি
সিরাজগঞ্জের তাড়াশে ভিমরুলের কামড়ে সাদিকুল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা জানান, ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাদিকুল ইসলাম বাড়ির উত্তরে ঝোঁপের পাশে খেলা করছিলো। এ সময় ঝোঁপ থেকে ভিমরুল এসে তাকে কামড় দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তাড়াশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিউয়ার রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে তাড়াশ হাসপাতালের চিকিৎসক নুসরাত জাহান বলেন, শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হয়। নেয়ার পথে তার মৃত্যু হয়।
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি