নিখোঁজের ৪ দিন পর নদীতে ভেসে উঠলো শিশুর মরদেহ
ফাইল ছবি
গড়াই নদীতে নিখোঁজের চারদিন পর আবদুর রহমান (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নদীর ফুলবাড়ী ঘাট এলাকায় মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা স্বজনদের খবর দেন।
আবদুর রহমান মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দি গ্রামের মো. আবদুস সবুর মোল্যার ছেলে। গত শনিবার সে নদীতে পড়ে নিখোঁজ হন।
উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খুরশিদ আলম মাসুম জানান, নদীতে ভাসতে দেখে স্থানীয়রা নিখোঁজ শিশুর স্বজনদের খবর দেন। পরে তারা মরদেহ শনাক্ত করে বাড়িতে নিয়ে যান।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা
- ২ খাসিয়া-চা শ্রমিক: পাশাপাশি বাস অথচ জীবনযাত্রা আকাশ-পাতাল তফাৎ
- ৩ ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
- ৪ খুলনায় ফের ঊর্ধ্বমুখী সবজির বাজার, আগের দামে আলু-পেঁয়াজ
- ৫ ভাইয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ইউপি চেয়ারম্যান-ইউএনওর বাগবিতণ্ডা