বাসচাপায় প্রাণ গেলো নানি-নাতনির
যশোরে যাত্রীবাহী বাসের চাপায় নানি ও নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে যশোরের ধর্মতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের গফুর মোড়লের স্ত্রী জাহানারা বেগম (৬০) ও সিরাজসিংহা গ্রামের সুজায়েত সরদারের মেয়ে সুমাইয়া খাতুন (১৬)। সম্পর্কে তারা নানি-নাতনি।
আহতরা হলেন-সিরাজসিংহা গ্রামের লিটন সরদারের মেয়ে তুলি (১২) ও ভ্যানচালক একই গ্রামের সাধন দাসের ছেলে উত্তম দাস।
এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে তিন যাত্রী নিয়ে ভ্যানচালক উত্তম দাস চাঁচড়া থেকে শহরের দিকে আসছিলেন। ভ্যানটি ধর্মতলা রেলক্রসিংয়ে পৌঁছালে বাসের ধাক্কায় উল্টে যায়। এ সময় জাহানারা বেগম ও সুমাইয়া খাতুন রাস্তায় পড়ে গেলে বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হন ভ্যানচালক উত্তম ও যাত্রী তুলি।

আহত দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং বাসটিকে আটক করে পুলিশ লাইনে নিয়ে যায়। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিলন রহমান/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের