ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাঠদান কক্ষে শৌচাগার!

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১

বিদ্যালয়ের একটি কক্ষে রয়েছে শৌচাগার। তার পাশে পরিত্যক্ত পড়ে আছে শিক্ষার্থীদের বসার কিছু চেয়ার। এর পাশের দেয়ালে টাঙানো আছে ব্ল্যাকবোর্ড। তার ওপর ঝুলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন চিত্র দেখা যায়। এছাড়া ওই বিদ্যালয়ের পাঠদানের বাকি কক্ষগুলোরও বেহাল দশা দেখা যায়।

বিদ্যালয়ের দপ্তরি বাবু মিয়া জানান, করোনার আগে কক্ষটিতে পাঠদান দেওয়া হতো। সে সময় ছবিটি ঝুলানো হয়েছিল। কিন্তু করোনায় স্কুল বন্ধ হওয়ার পর এ কক্ষকে শৌচাগার করা হয়। ভুলবশত বঙ্গবন্ধুর ছবিটি সরানো হয়নি।

এ বিষয়ে জানতে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজের মোবাইল ফোনে বারবার কল করেও বন্ধ পাওয়া যায়।

তবে সুন্দরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম হারুন অর রশিদ জাগো নিউজকে জানান, বিষয়টি তার জানা নেই। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদ খন্দকার/এসজে/জেআইএম