ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভ্রাম্যমাণ আদালত দেখে পালালেন কনের মা-বাবা

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাল জন্মসনদ বানিয়ে স্কুলছাত্রীর বাল্য বিয়ের আয়োজন পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে স্কুলছাত্রীর মা-বাবা পালিয়ে যান। পরে অর্থদণ্ড করে স্বজনদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

jagonews24

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ফতেপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম।

jagonews24

আদালত সূত্র জানায়, উপজেলার মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর (১৩) বিয়ের আয়োজন করে স্বজনরা। বিষয়টি জেনে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম। অভিযানের খবর পেয়ে কনের মা-বাবা পালিয়ে যান। পরে কনের বড় ভাইকে বাল্যবিবাহ নিরোধ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ওই কিশোরীর বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এএসএম