ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রেললাইন পার হওয়ার সময় কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০২:৩১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুরে ট্রেনে কাটা পড়ে আবদুল মণ্ডল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মণ্ডল উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত জামাল মণ্ডলের ছেলে।

সিরাজগঞ্জ রেলওয়ে বাজার (জিআরপি) থানার এসআই আমিরুল ইসলাম বলেন, সকালে রেললাইন পার হওয়ার সময় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এমএস