খুলনায় করোনা কাড়লো আরও দুই জনের প্রাণ
ফাইল ছবি
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনায় দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানান হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।
জানা যায়, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা যান বাগেরহাট খানপুরের মিরাজ (২৫)। আর খুলনার ডেডিকেট করোনা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যান কামনগর এলাকার মো. জাকির হোসেন (৫৭)।
এছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। খুলনার এ চারটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন।
এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জন করোনা পজিটিভ শনাক্ত হন। তাদের মধ্যে বাগেরহাট, যশোর ও গোপালগঞ্জে একজন করে খুলনার ১৩ জন করোনা শনাক্ত হন।
আলমগীর হান্নান/এফআরএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে: হাসনাত আবদুল্লাহ
- ২ মামলা সংক্রান্ত জটিলতায় জামায়াত প্রার্থী আযাদের মনোনয়ন বাতিল
- ৩ ৯৯ লাখ টাকার সম্পদের মালিক রফিকুল ইসলাম খান, বার্ষিক আয় ১৫ লাখ
- ৪ জামায়াতের প্রার্থী হাফিজের আছে উপহারের ২০ ভরি সোনা
- ৫ আইনের ফাঁকফোকরে ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে