ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় তন্ত্রমন্ত্রের ‘পাতা খেলা’

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১

মাঠের মাঝখানে পুঁতে রাখা হয়েছে একটি কলাগাছ। গোড়ায় পানিভর্তি মাটির ঘটি। চারপাশ চুন দিয়ে বৃত্তাকারে ঘিরে রাখা হয়েছে। খেলার মাঠটিও বৃত্তাকারে চিহ্ন দেওয়া হয়েছে। ঘটির পানিতে হাত ভিজিয়ে মাঠের বিভিন্ন পাশে খেলোয়াড়রা অবস্থান নিয়ে মাটিতে হাত রেখে শুরু হলো মন্ত্রপড়া।

এ খেলাটির নাম তন্ত্র-মন্ত্রের ‘পাতা খেলা’। খেলায় ১৩ জন মন্ত্রী (ওঝা বা তান্ত্রিক) এবং হাত খেলা বা পাতা হিসেবে থাকে পাঁচজন। মন্ত্রী বা তান্ত্রিক হিসেবে অংশ নেন  নজরুল ইসলাম, সারোয়ার হোসেন, বেলাল হোসেন, আকবর আলী, রতন আলী, লুৎফর রহমান, খাদেমুল ইসলাম, সেকেন্দার আলী, মাহাবুর রহমান, সোলাইমান আলী, জুয়েল রানা, লাবিব হাসান, এবং নুরুল ইসলাম।

অন্যদিকে হাত খেলা বা পাতা হিসেবে অংশ নেন আব্দুল খালেক, আতোয়ার হোসেন, সবুজ হোসেন, লোকমান আলী এবং শাহাজান আলী।

jagonews24

খেলায় ওঝা বা তান্ত্রিক মন্ত্রের সাহায্যে বেশি পাতাকে বস করে দাগের বাইরে নিয়ে আসতে পারলে সেই ওঝা বা তান্ত্রিক জয়লাভ করবে।

অন্যদিকে পাতা ওঝার মন্ত্রে নিজেকে স্থির রেখে দাগের ভেতরে থাকতে পারলে তাকেও বিজয়ী বলে ঘোষণা করা হয়।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নে উষ্টি বিএস উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণ ঐতিহ্যবাহী বিলুপ্ত প্রায় পাতা খেলাটি অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্টে এর অনুপ্রেরণায় সৃষ্ট ছাত্র সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার আকবরপুর ইউনিয়ন এবং পত্নীতলা উপজেলা ফোরামের আয়োজন করে।

ওঝা তার লক্ষ্য পূরণে ‘দুই চোখে দেখাদেখি/চার চোখে টানাটানি/সপ্ত চোখে বস/ওরে বম/আমাকে ছাড়িয়া যদি অন্যদিকে যাস/দোহাই তোর-মহাদেব/দোহাই তোর- ঈশ্বরের মাথা খাস’ মন্ত্রের সাহায্যে পাতাকে বস করে দাগের বাইরে নিয়ে আসতে কৌশল অবলম্বন শুরু করেন।

jagonews24

কিন্তু মন্ত্রের শক্তিতে অনেক পাতা পরাস্ত করে বৃত্তের ভেতরে অবস্থান করে। আবার অনেকে বৃত্তের বাইরে ছুটে চলে আসে। দর্শকদের করতালি উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে চলে খেলা। গ্রাম বাংলা এ ঐতিহ্যবাহী দেখা দেখতে হাজারো নারী-পুরুষের সমাগম হয়। টানা প্রায় ২ ঘণ্টা পর শেষ হয় তন্ত্র-মন্ত্রের পাতা খেলা।

খেলায় স্থানীয় উষ্টি গ্রামের সেকেন্দার আলীর পরিচালনায় মহাদেবপুর উপজেলার নজরুল ইসলাম দুইটি পাতা টেনে চ্যাম্পিয়ন হয়। আর রানার আপ তিনটি দল প্রত্যেকে একটি করে পাতা টানতে সক্ষম হন। তারা হলেন- পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের জয়পুর গ্রামের সারোয়ার হোসেন এবং মধইল গ্রামের মাহাবুর রহমান।

দ্য হাঙ্গার প্রজেক্টের পত্নীতলা এলাকার সমন্বয়কারী আসির উদ্দীন বলেন, খেলা শেষে পুরস্কার হিসেবে প্রত্যেক পাতাকে গামছা, সাবান এবং নারিকেল দেওয়া হয়। অংশ নেয়া প্রত্যেক মন্ত্রীকে নারিকেল এবং চ্যাম্পিয়ন ও রানার আপ মন্ত্রীদের এলাকার ঐতিহ্য মেনে এক ডজন করে নারিকেল পুরস্কার হিসেবে দেয়া হয়। অংশ নেয়া সবাইকে সম্মানিত করে বিশেষ পুরস্কার দেয়া হয়।

তিনি বলেন, গ্রাম বাংলা ঐতিহ্যবাহী পাতা খেলা বিলুপ্তির পথে। গ্রামীণ ঐতিহ্যকে ধরতে রাখতে এমন আয়োজন করা হয়েছে। এতে করে প্রত্যন্ত এলাকার মানুষ কিছুটা বিনোদন পেয়েছে। আমরা চাই সামাজিক সম্প্রীতি অটুট রাখতে সহনশীলতার চর্চা অব্যাহত থাক।

আব্বাস আলী/এমআরএম/জেআইএম