হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হন আরও ৫ জন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের টেনু মিয়া এবং তার ভাই তাহির মিয়ার মাঝে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। সকালে উক্ত বিরোধপূর্ণ জমির দখল নিয়ে উভয়পক্ষের লোকজন টেটা, বলম, ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে টেনু মিয়ার ছেলে সেলিম মিয়া (২২) ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত শামীম মিয়াকে (২২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত আব্দুল বারেক (৪০), টেনু মিয়া (৫৫), সোহেল (২৭) ও সেনু মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সেলিম মিয়া বিএ পরীক্ষার্থী ছিলেন।
সৈয়দ এখলাছুর রহমান/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ