ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের শালগ্রামে বজ্রপাতে আশিক (১১) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল মনসুরনগর ইউনিয়নের শালগ্রামে ফুটবল খেলতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত আশিক শালগ্রামের বেলাল হোসেনের ছেলে ও স্থানীয় শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
মনসুরনগর ইউপির সাবেক ইউপি সদস্য দোলোয়ার হোসেন জানান, বিকেলে অন্যদের সঙ্গে বাড়ির পাশে ফুটবল খেলছিল শিশু আশিক। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে অন্য শিশুরা পাশের এক বাড়িতে আশ্রয় নিলেও আশিক বল আনতে মাঠের মধ্যে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, স্থানীয় গ্রাম পুলিশ তৎক্ষণিক বিষয়টি জানিয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এমএস