ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপপুর প্রকল্পের সার্ভেয়ার রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১

পাবনার ঈশ্বরদী উপজেলায় বিদেশিদের আবাসন থেকে এলেক্স (৪২) নামে রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে গ্রিনসিটি আবাসিকের ৬ নম্বর ভবনের ১৭৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত এলেক্স নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে রোসেম নামে একটি বিদেশি প্রতিষ্ঠানে সারভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কাজ শেষে এলেক্স তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল ১০টার দিকে ডাকাডাকি করে তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে খবর পেয়ে পুলিশ দুপুর ১টার দিকে ওই কক্ষ থেকে এলেক্সের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল দেখে মনে হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আমিন ইসলাম জুয়েল/এসজে/জিকেএস