মুন্সিগঞ্জে বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে তালতলা-গৌড়গঞ্জ নদীর ভাঙন থেকে রক্ষা ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আউটশাহী সিলিমপুর এলাকায় ভাঙন কবলিত নদীর তীরে দাড়িয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন স্থানীয় এলাকাবাসী, মাদরাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চলতি বর্ষায় উপজেলার আউটশাহী এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে ভাঙনের কবলে পড়ে নদীতে বিলীন হয়েছে ২৫টি পরিবারের বসতি। ভাঙন ঝুঁকিতে রয়েছে নদী সংলগ্ন শতশত পরিবারে ঘরবাড়ি, মন্দির, মাদরাসাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। তাই ভাঙন রোধে বাঁধ নির্মানের দাবি জানান এলাকাবাসী।
তারা আরও বলেন, এবার বাঁধ নির্মাণ না হলে আগামী বর্ষায় নদী তীরের কয়েক কিলোমিটার এলাকার হাজারো পরিবার ঘর-বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন জানান, তালতলা-গৌড়গঞ্জ নদীর ভাঙনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেবে বলে জানিয়েছে। এছাড়া ভাঙন কবলিতদের তালিকা করে খাবার সরবরাহ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হবে।
আরাফাত রায়হান সাকিব/ এফআরএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম