নোয়াখালীতে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
নোয়াখালীর চাটখিলে পলাশ নন্দী (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় চাটখিল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত পলাশ নন্দী উপজেলার ৯ নম্বর খিলপাড়া ইউনিয়নের নন্দী বাড়ির দুপ্রলাল নন্দীর ছেলে। স্থানীয় খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন তিনি।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পলাশ তার মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সূত্র আরও জানায়, পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত পৌনে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইকবাল হোসেন মজনু/ইউএইচ/এমএস