চাকরির প্রলোভনে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটের কালাইয়ে চাকরির প্রলোভনে নারীকে ধর্ষণের দায়ে হাবিল উদ্দিন (৩৩) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারা দণ্ডাদেশ দেয়া হয়েছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কারাগারে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত হাবিল উদ্দিন উপজেলার কলেজপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
মামলার বরাত দিয়ে সরকারি কৌঁসুলি ফিরোজা চৌধুরী বলেন, ২০০৭ সালের ৬ মার্চ বিকালে কালাইয়ের দূরুঞ্জা এলাকার এক নারীকে চাকরি দেওয়ার কথা বলে হাবিল উদ্দিন নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে মারধর করে তাকে রাস্তায় ফেলে দেন। প্রতিবেশীরা ওই নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই নারীর বোন কালাই থানায় মামলা করলে আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।
রাশেদুজ্জামান/আরএইচ/জিকেএস