ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন পালনের প্রস্তুতি

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২০ সেপ্টেম্বর ২০২১

মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন উপলক্ষে নোয়াখালী গান্ধী আশ্রমে বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে সোনাইমুড়ীতে অবস্থিত গান্ধী আশ্রম ট্রাস্টে অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ।

আগামী ২ অক্টোবর নোয়াখালী গান্ধী আশ্রম ট্রাস্ট ও ঢাকার ভারতীয় হাইকমিশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে। ১৮৬৯ সালের এইদিনে ভারতে জন্মগ্রহণ করেন মহাত্মা গান্ধী।

গান্ধী আশ্রমের ট্রাস্টি রাহা নব কুমার রোববার রাতে জাগো নিউজকে বলেন, গান্ধীজীর এবারের জন্মদিনে যৌথ আয়োজনের অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত থাকার কথা রয়েছে।

jagonews24

ভারত ভাগের এক বছর আগে হিন্দু-মুসলমানে সাম্প্রদায়িক দাঙ্গা থামাতে ১৯৪৬ সালের ৯ নভেম্বর নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন করমচাঁদ মহাত্মা গান্ধী। পরদিন ১০ নভেম্বর চৌমুহনীতে যোগেন্দ্র মজুমদারের বাড়িতে দুই রাত কাটিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি তার শান্তির লক্ষ্যে পদযাত্রা শুরু করেন। পরের দিনগুলোতে তিনি খালি পায়ে মোট ১১৬ মাইল হেঁটে প্রায় ৪৭টি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন। এ সময় তিনি নিয়মিত প্রার্থনা সভা পরিচালনা ছাড়াও স্থানীয় মুসলমানদের সঙ্গে বৈঠক করে হিন্দুদের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করেন।

মহাত্মা গান্ধীর জন্মদিনটি (২ অক্টোবর) ‘আন্তর্জাতিক অহিংস দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে। ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি পালনের অনুমোদন দেওয়া হয়। পরে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র দিবসটি পালনে সম্মতি জ্ঞাপন করে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম