ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফুলসজ্জিত গাড়িতে বাড়ি গেলেন আব্দুল জলিল

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১

ফুলসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছালেন আব্দুল জলিল নামের এক পুলিশ সদস্য।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাটের আক্কেলপুর থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইল কলেজপাড়া এলাকার বাড়িতে পৌঁছেন তিনি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানে আব্দুল জলিলের সততা, ব্যবহারের মাধুর্য ও চাকরির প্রতি ভালোবাসার কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন সহকর্মীরা। পরে তাকে ফুলসজ্জিত গাড়িতে পৌঁছে দেন তারা। অনুষ্ঠান দেখতে আসেন আব্দুল জলিলের দুই মেয়ে, জামাতা ও দুই নাতি।

অনুভূতি ব্যক্ত ব্যক্ত করতে গিয়ে আব্দুল জলিল বলেন, আমাকে এত সুন্দর অনাড়ম্বর পরিবেশে বিদায় দেওয়ায় আমি অত্যন্ত খুশি ও নিজেকে ধন্য মনে করছি।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, এ থানায় অল্প সময় চাকরি করে তিনি সবার মন জয় করেছেন। তিনি ভালো মনের মানুষ।

রাশেদুজ্জামান/আরএইচ/এমএস