ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খালিয়াজুরীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৫:৪৩ এএম, ২১ সেপ্টেম্বর ২০২১

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাব্বানী জব্বার।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার তিনি ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় সোমবার আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান কিবরিয়া জব্বারের মৃত্যুতে সেটি শূন্য ঘোষণা হওয়ায় আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। সে মোতাবেক গত ১৩ সেপ্টেম্বর ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। সেদিন দুপুরে আওয়ামী লীগের প্রার্থী রাব্বানী জব্বার মনোনয়নপত্র জমা দেন। ওই উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ভাইয়ের শূন্য চেয়ারে বসতে যাচ্ছেন ভাই।

এইচ এম কামাল/এমএইচআর