ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বকেয়া বেতনের দাবিতে কাঁচপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:১০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে উপজেলার কাঁচপুর এলাকার সিনহা গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ফলে ঢাকা-সিলেট-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

jagonews24

অবরোধে অংশ নেওয়া শ্রমিকরা জানান, লকডাউনের সময় থেকে বেতন বকেয়া রয়েছে। সকালে তিন মাসের বকেয়া বেতন দেওয়ার কথা বলেছিল। ফলে সকাল থেকে অপেক্ষা করেছি। কিন্তু বিকেল পর্যন্ত মালিক পক্ষের কোনো সাড়া না পেয়ে অবরোধ করেছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পরে অবরোধ প্রত্যাহার হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরএইচ/এএসএম