ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১

হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে মো. মাহিন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মাহিন ওই গ্রামের প্রবাসী মো. দুলাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শিশু মাহিনের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় সে বাইরে খেলছিলো। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বসত বাড়ির পাশে পুকুরে মাহিনকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস