ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় শুরু হলো ৪ দিনব্যাপী দাবা প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১

মুজিবশতবর্ষ উপলক্ষে নওগাঁয় চার দিনব্যাপী দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।

রানার-সাইফ পাওয়ারটেলার গ্রুপের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এ দাবা লীগ ।

অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীর সভাপতিত্বে বাংলাদেশ দাবা ফেডারেশন নির্বাহী সদস্য শেখ মনিরুল ইসলাম আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) সাবিনা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) সুরাইয়া খাতুন, ওসি-ডিবি কে এম সামসুদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, ‘দাবা একটি জনপ্রিয় ঠাণ্ডা মস্তিষ্কের ও বুদ্ধিমত্তার খেলা। বাংলাদেশ থেকে বিশ্বমানের দাবারু বের করার জন্য এ খেলাকে বাঁচিয়ে রাখতে হবে । তারই ধারাবাহিকতায় নওগাঁতে চারদিনের এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’

চার দিনব্যাপী এপ্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো-প্রবাহ সংসদ, অন্বেষা নিশান ক্লাব-১, অন্বেষা নিশান ক্লাব-২, অ্যাকটিভ দাবা ক্লাব, চক এনায়েত যুব সমিতি, আত্রাই দাবা ক্লাব, সুলতানপুর ক্লাব এবং ডিগ্রিমোড় দাবা ক্লাব।

আব্বাস আলী/এফআরএম/জেআইএম